রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার বিএনপির শতাধিক নেতা-কর্মীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।
এর আগে রাজধানীর রমনা, মিরপুর, বনানী, গুলশান, ভাটারা, চকবাজার, লালবাগ, শ্যামপুর, কদমতলী, উত্তরা পূর্ব, যাত্রাবাড়ী ও ডেমরাসহ অন্যান্য থানার পুলিশ আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিদের আইনজীবীরা জামিন আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার বিভিন্ন মহানগর হাকিম আদালত আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে আদালতে বলেন, এই আসামিদের মধ্যে বেশিভাগ পুরোনো বিভিন্ন রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃত এ সকল আসামিদের ঠিকানা ঢাকার বাইরে। তারা ঢাকায় থাকেন না। মামলার ঘটনার সময় তার নিজ নিজ গ্রামের ঠিকানায় ছিল। এ সকল আসামিরা দলকে ভালবেসে ১৮ অক্টোবর বিএনপির সমাবেশে উপস্থিত হয়েছে। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিনা কারণে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
দলীয় ওই কর্মসূচি থেকে রাজধানী ঢাকায় ২৮ অক্টোবর মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।