• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

একটাই কথা দেশটাকে ভালো রাখতে চাই : বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

দেশকে ভালো রাখতে সরকারবিরোধী সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।

তিনি বলেন, আমাদের একটাই কথা দেশটাকে ভালো রাখতে চাই। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকে দেশটাকে নিয়ে এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে। রাজপথে অনেকরকম ষড়যন্ত্রের খেলা আমরা লক্ষ্য করছি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের প্রতি আবেদন আপনারা কখনো হীনমন্যতায় ভুগবেন না। আপনারা এদেশের নাগরিক। সবার যেমন অধিকার, আপনাদেরও একই অধিকার। অতএব আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে ভালোবাসবো, দেশকে এগিয়ে যাবো।

রোববার (২২ অক্টোবর) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আপনারা জানেন শেখ হাসিনা দেশের জন্য কি করেছে। দেশটাকে কোথায় নিয়ে গেছে। বঙ্গবন্ধু আমাদের এই দেশটার স্বাধীনতা দিয়ে গেছেন। আমরা চেয়েছি একটা দেশ, যেখানে সব ধর্মের সব বিশ্বাসের মানুষ আমরা একসঙ্গে থাকব। আমাদের প্রধানমন্ত্রী সবসময়ই বলে থাকে ধর্ম যার যার কিন্তু আনন্দটা সবার।

তিনি আরও বলেন, দুর্গা পূজার আনন্দ শুধু হিন্দু সম্প্রদায়ের একার নয়, যারা অন্য ধর্মের তারাও কিন্তু এই আনন্দের ভাগীদার হতে চায়। একইভাবে যখন ঈদ হয় বা অন্যকোনো অনুষ্ঠান হয়। আমরা সব ধর্মের মানুষরা কিন্তু আনন্দ করি। প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষের প্রতি সমান সম্মান দেখান। হিন্দু ধর্মাবলম্বীদের ব্যাপারে সচেতন। আমার মাধ্যমে তিনি আপনাদেরকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছাও জানিয়েছেন।

দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়ে সরকারের এই মন্ত্রী বলেন, পৃথিবীতে যখন ভীষণ অন্যায়, অত্যাচার চলছিল তখনি কিন্তু স্বর্গ থেকে দেবী দুর্গার আগমন ঘটেছিল। অশুর, অশুভশক্তি ও অন্যায়কে বধ করার জন্য এবং মোকাবিলা করার জন্য দেবী দুর্গা এসেছিল। সেইজন্য দূর্গাকে দুর্গতিনাশিনী বলা হয়ে থাকে। দুর্গতি থেকে মানুষকে মুক্তি দিতে এসেছে দুর্গা। আজকে পৃথিবীতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনা হওয়া উচিত দেশটা যেন শান্তিময় হয়। কোনো শয়তান অশুরের মতো লোকজনে যেন না ভরে যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিদুল হক। আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, সম্পাদক আব্দুল হান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সরদার আব্দুল হাকিম, হারাগাছ পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মাষ্টার।

আলোচনা অনুষ্ঠান শেষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরে একই অনুষ্ঠানে উপকারভোগী ৩০ জন নারীকে এক লাখ টাকা করে অনুদান, ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ ও কৃতি শিক্ষার্থীদের ট্যাব প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ