• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

২৩ হাজার টাকা মজুরির দাবি

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে তারা এই অবরোধ করেছেন।

আজ সোমবার সকাল থেকে কালিয়াকৈরে উপজেলার মৌচাক এলাকায় অবরোধ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সোয়া ১২টা) মহাসড়ক অবরোধ করে ২৩ হাজার টাকা বেতনের দাবিতে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা যায়, জয়দেবপুরের বাইপাস সড়ক থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকার পেপসি ফ্যাক্টরি গেট সংলগ্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন শতশত শ্রমিক।

বিক্ষুব্ধ শ্রমিকরা বে-ফুট নামক একটি কারখানার ভেতরে ভাঙচুর চালিয়েছেন। এ সময় তারা আসবাবপত্র, গ্লাসসহ মূল্যবান মালামাল ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, তাদের যে বেতন দেওয়া হয় তাতে সংসার চলে না। ঘর ভাড়া দিয়ে তিনবেলা পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য তাদের নেই। বর্তমান বাজার বিবেচনায় তারা মাসিক ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার আহ্বান জানান।

গাজীপুর-১ শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি।

মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শতশত শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। যেসব কারখানার শ্রমিকরা আন্দোলনে অংশ না নিয়ে কাজ করছিলেন তাদেরকেও কারখানা থেকে বের করে আনা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ