গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত বিএনপির নানা কর্মসূচিকে কেন্দ্র করে দলটির ১২ হাজার ৯৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে ৪৯টি নতুন মামলা হয়েছে। এসব মামলায় ৬২০ জনের বেশি ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন।
সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি জানান, গত ২৮ ও ২৯ জুলাই থেকে সারা দেশে বিএনপির মোট ১ হাজার ৯৯০ জন নেতাকর্মী আহত হয়েছেন। মামলা ৩৯৫টি, গ্রেফতার ২ হাজার ৯৭৫ জন, আসামি করা হয়েছে ২৬ হাজার ৫০ জনকে।