• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

হাশিম আমলাকে টপকে ওয়ানডেতে গিলের নতুন রেকর্ড

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। এই মাইলফলকে পৌঁছতে গিল দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা হাশিম আমলাকে ছাড়িয়ে গেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল ধর্মশালায় ব্যাটিংয়ে নেমে গিল নতুন এই রেকর্ড গড়েন।
ওয়ানডেতে দুই হাজার রানের মাইলফলক র্স্পশ করতে গিল খেলেছেন মাত্র ৩৮ ইনিংস, আমলার থেকে যা দুই ইনিংস ও পাকিস্তানী লিজেন্ড জহির আব্বাসের থেকে সাত ইনিংস কম। ৪৫ ইনিংসের মধ্যে এই মাইলফলক স্পর্শ করার তালিকায় শীর্ষ পাঁচে আরো আছেন কেভিন পিটারসেন, বাবর আজম ও রাসি ফন ডার ডুসেন।
দ্রুততম সময়ে ওয়ানডেতে ২০০০ রান করা পাঁচ ব্যাটার (ইনিংস অনুযায়ী) :

৩৮- শুভমান গিল
৪০- হাশিম আমলা
৪৫- জহির আব্বাস
৪৫- কেভিন পিটারসেন
৪৫- বাবর আজম
৪৫- রাসি ফন ডার ডুসেন
২৪ বছর বয়সী গিল ২০১৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর এ পর্যন্ত ৩৭টি ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ