হঠাৎ ডাকা হরতালে অনেকটাই নিরব ভূমিকায় চট্টগ্রামের বিএনপি নেতা-কর্মীরা। বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখা গেলেও সেখানে বিএনপির কোনো নেতাকর্মী নেই। এ খবর লেখা পর্যন্ত নগরের কোথাও তাদের কোনো কর্মসূচির খবর পাওয়া যায়নি।
রোববার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায়, বিএনপির চট্টগ্রাম কার্যালয়ের সামনে ৫-৬ জন পুলিশ পাহারা দিচ্ছে। দুপুর দেড়টায়ও কোন নেতা-কর্মীকে কার্যালয়ে দেখা যায়নি। বরং বিএনপি কার্যালয়ের প্রধান প্রবেশ ফটক তালাবদ্ধ ছিল।
বিএনপি অফিসের সামনে দায়িত্বরত কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক। এখন পর্যন্ত বিএনপি অফিসে কেউ আসেনি। হরতালে যেকোনও নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক আছে।
নগরে হরতাল কর্মসূচির বিষয়ে জানতে চেয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী মুঠোফোনে বলেন, দেশের জনগণ সরকারের দমন পীড়নে বিরক্ত তাই সাধারণ মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে হরতাল পালন করছে। হরতাল পালনে আমরা কোনো প্রভাব বিস্তার করছি না।
আরো পড়ুন কারাগারে বিএনপি-জামায়াতের ৮৪১ নেতাকর্মী
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, হরতালে জনজীবনে কোনও প্রভাব পড়েনি। যানবাহন চলাচল স্বাভাবিক। হরতালের সমর্থনে কোনও পিকেটিং কিংবা মিছিল-মিঠিং করতে দেখা যায়নি। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। তবে যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় আছে।
প্রসঙ্গত, শনিবার (২৮ অক্টোবর) পুলিশের সঙ্গে সংঘর্ষের রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেয় বিএনপি। এরপরই সারা দেশে হরতাল ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বিএনপির সমাবেশে হামলা ও দেশের বিভিন্ন জায়গা থেকে জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে দলটি।