• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

বিএনপি শক্ত মাটির ওপরে দাঁড়িয়ে: মঈন খান

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
ফাইল ছবি

বিএনপি শক্ত মাটির ওপরে দাঁড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিএনপির দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর প্রাক্কালে  দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘যারা ভাবছেন সরকার প্রশাসন যন্ত্র ব্যবহার করে সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টির মাধ্যমে ও মিডিয়ায় অপপ্রচারের সুযোগ নিয়ে বিএনপিকে নেতৃত্বশূন্য ও নিশ্চিহ্ন করে দেবেন, তাদের উদ্দেশে বলতে হয়, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যার ভিত্তি হচ্ছে তৃণমূল জনগণের শিকড়ে। তার ওপরে রয়েছে মধ্য সারির ও স্থানীয় পর্যায়ের নেতা। এই দুয়ের ওপর ভিত্তি করে বিএনপি শক্ত মাটির ওপরে দাঁড়িয়ে আছে।’

তিনি বলেন, ‘বিএনপিকে যারা সমন্বয় করে দিকনির্দেশনা দেন সেই কেন্দ্রীয় নেতারা। গত কয়েকদিনে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন, যাকে যেখানে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে সেখানে তাৎক্ষণিকভাবে নতুন নেতৃত্ব গড়ে উঠছে জনগণের মধ্য থেকে।

মঈন খান বলেন, ‘যতদিন না দেশের মানুষের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম সফল হবে ততদিন আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চলতেই থাকবে। কাজেই মিথ্যা মামলা-হামলা আর গ্রেফতার-আটকের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। আমরা চাই জাতিকে এ সাংঘর্ষিক রাজনীতি থেকে মুক্ত করে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনবো এবং দেশের মানুষ মুক্ত নিশ্বাস নিয়ে স্বাধীন বাংলাদেশে সুখ-শান্তিতে তাদের ভোটাধিকারসহ সব মৌলিক অধিকার প্রয়োগ করুক, যে আদর্শের জন্য বীর মুক্তিযোদ্ধারা বুকের রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ