• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

শিশু নির্যাতন, ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণসমূহ বিষয়ক কর্মশালা উদ্বোধন 

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

কায়েস কাওছার, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ- ইসলামিক ফাউণ্ডেশন শাহজাদপুর  কর্তৃক আয়োজিত শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণসমূহ বিষয়ক কর্মশালা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) সকালে  জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে শিশু নির্যাতন,ইতিবাচক ও জীবনরক্ষকারী আচরণসমূহ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক এবং  তাৎপর্য মূলক বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)সিরাজগঞ্জের মোঃ শামসুল আজম।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)মোঃ  শামসুল আজম বলেন,  শিশু নির্যাতন বন্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ছেলে-মেয়েদের ক্ষেত্রে বৈষম্যমূলক মনোভাব দূর করে তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিশুদের প্রতি প্রত্যেক অভিভাবককে ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে। এছাড়া শিশুদেরকে সৃজনশীল হিসেবে গড়ে তুলতে অভিবাবকদের মারমূখী আচরণ পরিহার করতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন সিনিয়র ফিল্ড সুপারভাইজার, মহিউদ্দিন খান, ইসলামিক ফাউণ্ডেশন ও মডেল মসজিদে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম হাফেজ  মাওঃ তরিকুল ইসলাম, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ