• সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত

আপডেটঃ : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
“সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গীকার” প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং এনজিও সমূহের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস মোড়ে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ হোসেন খাঁন।  এছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মীর শামীম আলী, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব শামসুল হক, দৃষ্টি প্রতিবন্ধী মোজাম্মেল হক প্রমুখ। বক্তারা বলেন, যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে সমাজের বোঝা মনে না করে তাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। তাছাড়া যারা পড়ালেখা করতে পারবেন তাদেরকে তাদের জন্য রচিত বই এর মাধ্যমে যতটুকু সম্ভব শিক্ষা প্রদাণ করতে হবে। পরে আলোচনা সভা শেষে ১৫ জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ