• সোমবার, ২০ মে ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র তাপদাহে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নির্দেশনা মাউশির এবার রাজধানী রামপুরায় অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২ প্রশাসনে বিঘ্ন না ঘটানোর আহ্বান খামেনির মিয়ানমার, রোহিঙ্গা ইস্যুতে দ্রুত চাপে পড়বে : পররাষ্ট্রমন্ত্রীর প্রত্যাশা ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি রইসিকে বহনকারি হেলিকপ্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে, কেউ বেঁচে নেই ৪২ বছর পর স্বজনদের সাথে সাক্ষাতে জানতে পারলেন তিনি মুসলিম, অতঃপর…! আবারো পেছালো রূপপুর পরমাণু কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সাংবাদিককে মারধর করে প্রেস কার্ড ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা,

না ঘুমিয়ে না খেয়ে জেলে রাত কাটালেন হানিপ্রীত

আপডেটঃ : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

না ঘুমিয়ে না খেয়ে জেলে প্রথম রাত কাটালেন ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের দত্তককন্যা হানিপ্রীত ইনসান।

১০ দিন রিমান্ডে ছিলেন হানিপ্রীত। রিমান্ড শেষে শুক্রবারই আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় তাকে। খবর আনন্দবাজারের।

বর্তমানে ‘পাপা কি পরি’ হানিপ্রীতের ঠিকানা আম্বালা সেন্ট্রাল জেল। হানিপ্রীত ছাড়া তার ছায়াসঙ্গী সুখদীপ কউরকেও সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, একসময়ের সহযোগী সুখদীপের সঙ্গে এখন কোনো কথাই বলছেন না হানিপ্রীত।

শুক্রবার কঠোর নিরাপত্তায় পঞ্চকুলা থেকে আম্বালা জেলে নিয়ে যাওয়া হয় হানিপ্রীতকে।

পুলিশ সূত্রে খবর, এই হাইপ্রোফাইল বন্দিকে বিশেষ নজরে রাখার জন্য একজন নারী পুলিশ কর্মী সার্বক্ষণিক তার সঙ্গে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলে পাঠানোর আগে হানিপ্রীতের মেডিকেল চেকআপ করানো হয়।

জেল সূত্রে খবর, হানিপ্রীতের স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠন করা হয়েছিল তিন সদস্যের একটি মেডিকেল টিম। প্রায় দুই ঘণ্টা ধরে শারীরিক পরীক্ষা করা হয় তার।

পরে ওই প্রতিনিধিদলের এক চিকিৎসক অর্পিতা গর্গ জানিয়েছেন, হানিপ্রীত সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

গত ২৫ আগস্ট জোড়া ধর্ষণ ঘটনায় রাম রহিমের ২০ বছর কারাদণ্ড ঘোষণার দিন থেকেই ফেরারি ছিলেন হানিপ্রীত।

৩৮ দিন পর গত ৩ অক্টোবর পুলিশের জালে ধরা পড়েন তিনি। জিজ্ঞাসাবাদের জন্য এতদিন পুলিশ হেফাজতে রাখা হয়েছিল হানিপ্রীত ইনসানকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ