• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

৪২ বছর পর স্বজনদের সাথে সাক্ষাতে জানতে পারলেন তিনি মুসলিম, অতঃপর…!

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৯ মে, ২০২৪
ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া সৌদি নাগরিক ঈদ সৌদ আস-সামানি ৪২ বছর পর নিজের বাবার স্বজনদের সাথে সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি জানতেন না যে, তিনি একজন মুসলিম এবং রক্তের দিক থেকে সৌদি আরবের সাথে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

সৌদি সংবাদমাধ্যম সাবাক নিউজ জানিয়েছে, বন্দর আস-সামানি একজন সৌদি নাগরিক। সম্পর্কে ঈদ সৌদ আস-সামানির চাচাত ভাই তিনি। বন্দর আস-সামানি জানান, তার চাচা ৪২ বছর পূর্বে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে মার্কিন এক নারীকে বিবাহ করেন। চাচার দুইজন ছেলেও আছে। যাদের নাম ঈদ এবং উবাঈদ।

চাচা নিজের মার্কিন স্ত্রীকে সৌদি আরব আসার জন্য বলেন কিন্তু তিনি রাজি হননি।

বন্দর আস-সামানি আরো বলেন, মার্কিন স্ত্রীর সৌদিতে আসার প্রস্তাব প্রত্যাখ্যানের পর চাচা অনেকটাই চিন্তিত হয়ে পড়েন। উপায় না পেয়ে চাচা নিজেই স্ত্রী এবং দুই সন্তানকে রেখে নিজ দেশে ফিরে আসেন।

দেশের ফেরার কিছুদিন পর তিনি জানতে পারেন, তার এক ছেলে, যার নাম উবাঈদ- সে মারা গিয়েছে এবং ১২ বছর পর চাচারও ইন্তেকাল হয়ে যায়।

অপরদিকে চাচার অন্য ছেলে ঈদ সম্পর্কে কোনো কিছুই জানা ছিলো না। অথচ তার সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করাটাও জরুরি ছিলো।

আমেরিকাতে সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে তারা ঈদের সন্ধান পেতে সফল হন।

ঈদের সাথে যোগাযোগের পর তাকে ইসলাম সম্পর্কে বলা হয়। তাকে এও বলা হয় যে, তুমি আসলে একজন সৌদি বংশোদ্ভুত।

তোমার পুরো বংশ মুসলিম। ঈদকে ইসলামী শিক্ষার ব্যাপারে অনেক কিছুই বলা হয়, পরে তিনি নিজেও ইসলাম গ্রহণ করেন।

বন্দর আস-সামানি বলেন, আমাদের প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে। অবশেষে সেই দিনও চলে এলো যখন ঈদ সৌদ আস-সামানি আমাদের মাঝে এসে পৌঁছেছে।

এখানে এসে তিনি বাস্তবতা জানতে পেরেছেন যে তার একটি বড় পরিবার আছে, যা তিনি হারিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ