• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

গাজীপুরের কালিয়াকৈর পরিষদ চেয়ারম্যানের বাসায় ককটেল নিক্ষেপ,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন লক্ষ করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক-সংলগ্ন সফিপুরস্থ উপজেলা চেয়ারম্যানের বহুতল বাসভবনে এ ঘটনা ঘটে।

আরো একটি ককটেল অবিস্ফোরিত থাকায় আতঙ্কিত হয়ে রয়েছেন বাড়ির বাসিন্দারা। কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন শিকদার জানান, ভোরে তার বাসভবনের তিন তলায় এ ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ওই ভবনের ভেতরে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

ভবনে নিরাপত্তা কর্মী আমিনুল ইসলাম জানান, ভোরে একটি মাইক্রোবাস নিয়ে এসে ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে পরপর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দ হয় এবং ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়। ভেঙে যায় ভবনের বাইরে থাকা রঙ্গিন কাঁচগুলো। দুর্বৃত্তরা প্রথমে মেইন গেইটে দুটি ককটেল ও ভবনের তিন তলায় একটি পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন সিকদার বলেন, ঘটনার ১৬ ঘণ্টা (বেলা ১২টা) পরও পুলিশ ঘটনাস্থলে আসেনি। তবে তিনি এ ঘটনার জন্য আন্দোলনর বিএনপির কর্মীদেরই দায়ী করে বলেন, আন্দালনের নামে আগুন সন্ত্রাসীরাই এ ঘটনা ঘটিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ