• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা,

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

অভিযান পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক ওসমান গনী। ছবি-সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে চার মামলায় তাদের মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার দুপুরে পৌর শহরের মেছুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনায় এই জরিমানা করেন নেত্রকোনা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী।

জানা যায়, বেশি দামে পেঁয়াজ বিক্রি, মূল্যতালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা এবং পণ্য কেনার পাকা রসিদ সংরক্ষণ না করার অপরাধে চার ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে মেসার্স দুলাল চন্দ্র পাল নামের এক প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা, মেসার্স মতিন্দ্র চন্দ্রপালকে পাঁচ হাজার, গোপাল পালকে দুই হাজার ও হাফিজ ভাণ্ডারকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

নেত্রকোনা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী বলেন, দুপুরে দুর্গাপুর পৌরসভার মেছুয়া বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় চার পেঁয়াজ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

অপরদিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার দ্বিতীয় দিনেও উপজেলা প্রশাসন পক্ষ থেকে দৃশ্যমান কোন ধরণের উদ্যোগ না নেওয়ায় ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

কলমাকান্দা বাজারে পাইকারি ও খুচরা দোকানে যে পরিমাণ ভারতীয় পেঁয়াজসহ মওজুদ আছে কমপক্ষে ১৫ দিন চাহিদা মেটানো যাবে বলে জানা গেছে।

এ বিষয়ে রোববার বিকেল ৪টা ৪০ মিনিটে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান সমকালকে বলেন, এসিল্যান্ড বাজার মনিটরিং এ যাচ্ছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ