নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাদারদিয়া এলাকায় বাসের ধাক্কায় শরীফ নামে এক নসিমনচালক নিহত হয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বিশনন্দী ফেরিঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। শরীফ বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামের কিসমত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কিছু মালামাল নিয়ে নসিমনটি যাওয়ার পথে বিআরটিসির একটি বাস সেটিকে ধাক্কা দিলে উল্টে ঘটনাস্থলেই এর চালক নিহত হন। এ সময় বিআরটিসি বাসের চালককে স্থানীয়রা আটক করলেও তিনি কৌশলে পালিয়ে যান।
নিহত শরীফের বাবা কিসমত আলী বলেন, খুব নির্মমভাবে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই। আড়াইহাজারের গোপালদী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সোহাগ জানান, বাসের ধাক্কায় নসিমন উল্টে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করেছে পুলিশ।