রাজবাড়ীতে গরুবাহী ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় হাফিজাল ব্যাপারী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের শ্রীপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজাল ব্যাপারী রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর গ্রামের মৃত আইনদ্দিন ব্যাপারীর ছেলে প্রত্যক্ষদর্শী আলম খান বলেন, আমাদের হোটেল থেকে ভিক্ষা নিয়ে ওই বৃদ্ধ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় রাজবাড়ীর থেকে গোয়ালন্দ মোড়গামী গরুবাহী একটি নসিমন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে। তবে নসিমনের চালক পালিয়ে গেছেন। বৃদ্ধের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।