পাভেল মিয়া, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি। নির্বাচনী প্রচারণায় তাকে নিয়ে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে নির্বাচনী এলাকার পৌর এলাকার তিনকানি পুকুর থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচারণা শুরু করেন শাহাজাদী আলম লিপি। এরপর পর্যায়ক্রমে সরকার পাড়া, সারিয়াকান্দি বাজার, মাছ বাজার, দিঘলকান্দি ও কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি এলাকায় গণসংযোগ করেন তিনি।
এসময় কর্মী-সমর্থক ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। তিনি প্রার্থী হওয়ায় অনেক ভোটার উচ্ছ্বাস প্রকাশ করেন।
গণসংযোগের সময় এলাকার সকল শ্রেণি-প্রেশার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তবলা প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন শাহাজাদী আলম লিপি।
গণসংযোগকালে এক পথসভায় বক্তব্যে শাহাজাদী আলম লিপি বলেন, ভোটাররা আমাকে নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করছেন সেটা আমাকে আশাবাদী করছে। এই এলাকার মানুষ অনেক দিন ধরে নিষ্পেষিত। উনাদের কষ্টের কারণ সবাই জানে। আমি নির্বাচিত হলে এই এলাকার যাবতীয় সমস্যা সমাধান করব।