• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

খিলগাঁওয়ে ১৩১৫ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

সংবাদ সংযোগ রিপোর্ট : রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৩১৫ পিস ইয়াবাসহ ছাবেকুন নাহার নামে ৩৬ বছর বয়সী এক নারী মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাবিকুন নাহারের গ্রামের বাড়ি কক্সবাজারের গোদারবিল এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের মেয়ে।

দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি জানান, সাবিকুন নাহার একজন মাদক চোরাকারবারি। অভিযানের সময় তার কাছ থেকে ১৩১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য ৩ লাখ সাড়ে ৯৪ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আমিনুল ইসলাম আরও জানান, গ্রেফতার ছাবেকুন নাহার একজন পেশাদার মাদক চোরকারবারি। তিনি কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে খিলগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ