রাজধানীর আদাবর থানা থেকে ইয়াবাকারবারী এক নারী আসামি পালিয়ে গেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান লাভলী আক্তার (২০) নামের ওই আসামি। এরপর তার সন্ধানে নামে পুলিশ।
পুলিশ জানায়, ওই নারীকে গ্রেপ্তারের পর মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম। মামলা নম্বর ২৬। লাভলী পেশাদার ইয়াবাকারবারী। নিজেও ইয়াবা সেবন করেন। শুক্রবার বিকেলে আদাবর থানাধীন শেখেরটেক এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে থানায় নিয়ে রাখা হয়। তাকে হাতকড়া পরানো হয়নি। প্রথমে হাজতখানায় রাখা হয়েছিল। মাদকাসক্ত থাকায় সেখানে তিনি নিজেকে নিজেই আঘাত করছিলেন। এ কারণে তাকে একজন নারী কনস্টেবলের প্রহরায় থানার নারী ও শিশু ডেস্কের কক্ষে রাখা হয়। নারী কনস্টেবলের ঘুমের ভাব আসলে ভোর পৌনে ৫টার দিকে আসামি লাভলী পালিয়ে যান। সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শুক্রবার (২৯ ডিসেম্বর) শেখেরটেক এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনা আদাবর থানায় একটি মামলা দায়ের করা হয়। ভোর ৫টার দিকে থানা হাজত থেকে কৌশলে ওই মাদক কারবারি পালিয়ে যায়। আমরা তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করতে পারব।