হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপায় হামিদ মিয়া (৩৩) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুইজন। সোমবার সকালে উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদ মিয়া মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের মৃত মফিজুলের ছেলে। আহতরা হলো একই এলাকার রিপন আহমেদ (২৪) ও রনি মিয়া (২০)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) বদরুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, একটি অটোরিকশা মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে আসছিল। পথিমধ্যে জগদীশপুর তেমুনিয়ায় এসে পৌঁছলে অটোরিকশাটির চালক হঠাৎ তার নির্দিষ্ট লেন থেকে সরে যান এবং গাড়ি থেকে ছিটকে পড়েন। এ সময় পেছনে থাকা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।