• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ড্রামট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
ছবি সংগৃহীত

মানিকগঞ্জের সদর উপজেলার আউটপাড়া এলাকায় ড্রামট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) সকালে এ দূর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বাংলানিউজকে বলেন, সদরের আউটপাড়া এলাকায় ড্রামট্রাকটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়া আরও দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ