রংপুর প্রতিনিধি॥
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভায় নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৫ বছর পর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । গত শনিবার রাত ১০ টায় পৌরসভা মিলনায়তনে পৌর আওয়ামীলীগ সভাপতি শাহাজাহান বীন হুসাইননের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মণন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, সাধারন সম্পাদক এ্যাভভোকেট রেজাউল করিম রাজু, যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাজেদ আলী বাবুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, সাধারন সম্পাদক আঃ হান্নান, হারাগাছ পৌর মেয়র হাকিবুর রহমান মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক। প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশফাক রাজু, উপজেলা আওয়ামীলীগ সদস্য জামিল আক্তার ।
ত্রি-বার্ষিক সম্মেলনে ২৩৯ জন কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে জামিল আক্তার ১৬০ ভোট পেয়ে সভাপতি ও মাহাফুজার রহমান ১৫০ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হন।