• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:

ধামরাইয়ে ২০ দরিদ্র নারীর দায়িত্ব নিলেন পিরামিড গ্রুপের পরিচালক জাহিদুর রহমান ফারুক

আপডেটঃ : রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে ২০ জন হত দরিদ্র বিধবা নারীর দায়িত্ব নিলেন পিরামিড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুর রহমান ফারুক। এই সময় তিনি বলেন তাঁর নিজস্ব তহবিল থেকে গ্রামের বিধবা ও হত দরিদ্রদের মাঝে প্রতি মাসে তাদের চাল, ডাল, তৈলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। সেই সাথে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদের বান্দিমারা হতে উত্তর কেলিয়া পর্যন্ত ৪২০০মিটার রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) অনুষ্টিনিক  ভাবে এই নব-নির্মিত রাস্তা ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী-লীগের সভাপতি মেঘনা ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক। এই সময় বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরামিড গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল রহমান ফারুক,ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো খায়রুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুল গনি, পৌরসভার যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, ভাড়ারিয়া ইউনিয়রের যুবলীগের সভাপতি মোঃ মানছুর রহমান, ধামরাই সরকারী কলেজ শাখার সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ তুষার আহম্মেদ শান্ত, মোঃ উজ্জল হোসেন, কুশুরা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আরিফ খান জয়। এই সময় বিধবা জাহিদা বেগম,জয়দাসী, ও রাহেলা বেগমসহ অন্যন্যারা বলেন  স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে পরের বাড়ীতে ঝিয়ের কাজ করে কোন রকমে দিন চালাতাম এখন এই গ্রামের ছেলে ফারুক আমাদের দিকে খেওয়াল রাখছেন বলে আমরা প্রতিমাসে চাল,ডাল,তৈলসহ খাদ্য সামগ্রী দিয়ে  আমাদের কষ্টের দিনের কথা বুলিয়ে দিয়েছে।
এই ব্যাপারে পরিচালক জাহিদ বলেন  হত দরিদ্রদের পাশে থেকে তাদের সেবা করতে চায়। গরিব দুঃখি মানুষের সেবা করতে আমার ভাল লাগে।তনি আর বলেন আজ কুল্লা ইউনিয়নের ২০ জন দরিদ্র বিধবা নারীর দায়িত্ব নিয়েছি। পর্যাক্রমে আর বাড়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ