চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না।এ জাতীয় শ্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বিআরটিএ) ও সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহোযোগীতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালী শেষ করে আলোচনা সভায় অংশ নিয়ে নিরাপদ সড়ক চাই এর ওপর জনসচেতনতা মুলক বক্তব্য দেন, নিরাপদ সড়ক চাই চাঁপাইনবাবগঞ্জ জেলাশাখার সভাপতি, মোঃ শফিকুল ইসলাম, ভোতা, প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক, মোঃ এরশাদ আলী, বিশেষ অতিথি ছিলেন সড়কও জনপদের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফয়েজ উদ্দীন, বাস মালিক সভাপতি মোঃ লুৎফর রহমান, চাঁপাইনবাবগঞ্জ ট্রাক ট্যাংকলী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, টিআই মোঃ কোরাইশি, মোঃ মতিউর রহমান প্রমুখ।