• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন

কনকনে ঠাণ্ডা দিনাজপুরে, শীতবস্ত্রের দোকানে ভিড়

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
জবুথবু শীতে একটু উষ্ণতা পেতে দিনাজপুরের হকার্স মার্কেটে ভিড় করছে মানুষ।

রিপোর্টার . আসাদুল ইসলাম :দিনাজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে হকার্স মার্কেটে পুরাতন কাপড়ের বাজার ও ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলিতে বেচাকেনা বেড়েছে।

এখানে বিভিন্ন সাইজের সোয়েটার, জ্যাকেট, কানটুপি, মাফলার, শাল, ট্রাউজার, ফুলহাতা গেঞ্জি ও হুডিসহ বিভিন্ন শীতের পোশাক পাওয়া যাচ্ছে। সাইজ অনুযায়ী দামও ভিন্ন। ১০০ টাকা থেকে শুরু করে হাজার টাকায় পাওয়া যাচ্ছে শীতের পোশাক।
তবে এবার গরম কাপড়ের দাম বেশি হওয়ায় বেকায়দায় পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

হকার্স মার্কেটের কাপড় বিক্রেতা জাকির হোসেন বলেন, শীতের প্রথমদিকে বেচাকেনা না থাকলেও গত এক সপ্তাহ ধরে বিক্রি বেড়েছে। এ মার্কেটে অনেক কম দামে ক্রেতারা ভালো মানের শীতের কাপড় পায়। তাই ক্রেতাদের উপচে পড়া ভিড় লেগে আছে দোকানগুলোতে।

ক্রেতা অরবিন্দু রায় বলেন, অফিসের কাজ শেষ করে আসলাম কাপড়ের বাজারে। বাচ্চাদের জন্য শীতের পোশাক কেনার জন্য এসেছি। তবে গতবারের চেয়ে এবার দাম তুলনামূলক বেশি।

ক্রেতা মোসলেমা বেগম বলেন, দিনাজপুরে যে শীত শুরু হয়েছে তাতে ঠাণ্ডার কাপড় না কিনলে চলা যাচ্ছে না। মার্কেটের বড় দোকানে কাপড়ের দাম বেশি তাই কম দামে পরিবারের জন্য শীতের কাপড় নিলাম এখান থেকে। বাচ্চাদের জ্যাকেট নিলাম দুইটা ১ হাজার টাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ