নগরে চকবাজারে দশতলা ভবন থেকে পড়ে মোনাম সামাদ তাহমীন (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চন্দনপুরা পশ্চিম গলি ‘নেপচুন টাওয়ারে’এ দুর্ঘটনা ঘটে।
মোনাম সামাদ তাহমীন মাদারবাড়ি সিটি গালর্স হাইস্কুলে নবম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম হায়দার আলী।
চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মো. শফিউল্লাহ বাংলানিউজকে বলেন, চন্দনপুরা এলাকায় ১০ তলা একটি ভবন থেকে পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছে কিনা বা অসতর্কতাবশত পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তা তদন্তে জানা যাবে। পুলিশ সুরতহাল শেষ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।