ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুর শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় চত্বরে অনুুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামসুল বারী সানুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীরা আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার হবে। তাই এখন থেকেই প্রস্তÍতি নিতে হবে। পরে অতিথিরা ৬৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন। শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য যে ২০১৭ সালে এস এস সি পরীক্ষায় পাশের হার ১০০%।