মিরপুরের প্যারিস খালকে ময়লা ও দখলমুক্ত করে আগের রূপে ফেরানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আগামী শুক্রবার প্যারিস খাল পরিষ্কার অভিযান শুরু করবেন জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশনের কর্মী, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী ও এলাকাবাসীকে নিয়ে এ খাল পরিষ্কার করব। ময়লা ও দখলমুক্ত করে খাল আগের রূপে ফেরানো হবে।
এর সুফল ভোগ করবেন এলাকাবাসী। বুধবার প্যারিস খাল পরিদর্শন শেষে মেয়র আতিক সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আজ দেখে বোঝার উপায় নেই– এটি একটি খাল। অথচ এক সময় এই খাল দিয়ে নৌকা চলত, মানুষ সাঁতার কাটত। সবাই নির্বিচারে ময়লা ফেলে খালটি ভরাট করেছে। পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়; ডুবে যায় বাড়িঘর। এলাকাবাসীই খালটিকে ধ্বংস করেছে। আবার এলাকাবাসীই অভিযোগ করছে জলাবদ্ধতার বিষয়ে।
এ সময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফা, কাজী জহিরুল ইসলাম মানিক, হুমায়ুন রশিদ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।