• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন লক্ষ্মীপুরে

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি- এই শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। মেলায় সদর উপজেলার স্কুল-কলেজসহ ২৭ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মকবুল হোসেন প্রমুখ। এসময় অতিথিরা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের তৈরিকৃত কারিকুলাম পরিদর্শন করেন।

মেলায় লক্ষ্মীপুর সরকারি কলেজ শিক্ষার্থীরা বায়োফ্লোক পদ্ধতিতে মাছ চাষ, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় নবায়ন যোগ্য আদর্শ গ্রাম, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় গ্রামীণ নগরায়ন, পৌর শহীদ স্মৃতি একাডেমি সহজলভ্য গ্যাস প্রকল্পসহ ২৭টি প্রতিষ্ঠানই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রদর্শনী করেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ