ধামরাই(ঢাকা)প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে চৌহাট এলাকা থেকে ২০০ গ্রাম হিরোইনসহ মোঃ টিটু আহম্মেদ (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাওয়ালীপাড়া ফাড়ী পুলিশ। বুধবার(২৫ অক্টোবর) ধামরাই থানার চৌহাট ইউনিয়নের চৌহাট চক পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোঃ টিটু আহম্মেদের বাড়ি ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট চক পাড়া গ্রামের মোঃ নুর ইসলামের ছেলে বলে জানা যায়।
এলাকার লোকজন জানান যে মোঃ টিটু দীর্ঘ দিন যাবত চৌহাট এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসতেছে। এবং টিটুকে মাদক ব্যবসা করতে বাধা দিলে, তাকে প্রাণনাশের হুমকি দেয়, সে বলে যদিকোন লোক এই খবর পুলিশকে দেয় তাহলে তাকে দুনিয়া ছাড়া করে দিব। তার ভয়ে এলাকার কোন লোক মুখ খোলতে পারেনা। যার কারনে চৌহাট এলাকায় অবাধে হিরোইনের ব্যবসা করে যাচ্ছে। তাই এলাকাবাসির দাবি যাতে করে টিটু উপযুক্ত শাস্তি পায় তার জোরদাবি জানান।
এই ব্যাপারে কাওয়ালী পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) মোঃ কামরুল ইসলাম বলেন আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি য়ে, টিটু নামের এক মাদক ব্যবসায়ী চৌহাট এলাকায় হিরোইন বিক্রি করার জন্য অবস্থান করিতেছে। এমন সংবাদের ভিত্তিতে চৌহাট এলাকায় অভিযান চালিয়ে টিটুকে ২০০ গ্রাম হিরোইনসহ হাতে নাতে গ্রেফতার করি। এবং তার নামে মাদক দ্রব্য নিয়নÍ্রণ আইনে মামলা করা হয়েছে।