কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাংস ব্যবসায়ীর কাছ থেকে মাংস কিনে বাসায় ফিরতে কোচের চাপায় মৃত্যুবরণ করেছেন মফিজ উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি। ঘটনার পর পরেই ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার সকাল দশটার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের নাগেশ্বরী পাথারী মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজ উদ্দিন উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধরকার কুটি গ্রামের বাসিন্দা।
এলাকাবাসীরা জানান, মঙ্গলবার সকালে মফিজ উদ্দিন পাথারী মসজিদ এলাকা থেকে প্রতিবেশী মাংস ব্যবসায়ীর কাছ থেকে মাংস কিনে বাসায় ফিরতে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে মসজিদ এলাকায় ঢাকা থেকে ভুরুঙ্গামারীগামী নৈশ কোচ চাপায় ঘনাস্থলেই তার মৃত্যু ঘটে। দূর্ঘটনার পরপরই প্রায় এক ঘন্টা ব্যাপী সড়কে যান চলাচল বন্ধ করে প্রতিবাদ জানায় এলাকাবাসী। পরে নাগেশ্বরী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে নাগেশ্বরী থানা পুলিশের ওসি রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।