• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

উচ্চ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অদক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে ওয়্যারিংয়ের কাজ করাচ্ছেন রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১

আপডেটঃ : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

রংপুর প্রতিনিধি॥
বৈদ্যুতিক ঘর ওয়্যারিং একটি গুরুত্বপূর্ণ কাজ এ কাজে একটু হেরফের এলেই বৈদ্যুতিক দূর্ঘটনা ঘটার সম্ভাবনা শতভাগ ইতোমধ্যে, এমনই ঘটনা ঘটেছে অনেকবার। অদক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা ঘর ওয়ারিং করার কারণে প্রতিনিয়তই ঘটেছে প্রাণহানির ঘটনা ।
অথচ, দক্ষ ও প্রশিক্ষিত নিবন্ধনধারী ইলেকট্রিশিয়ানদের কোনঠাসা করে রাখা হয়েছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সহ সারাদেশে। এরফলে আমরা পরিবার পরিজন নিয়ে বিগত ২৭ মাস ধরে মানবেতার জীবন-যাপন করছি। বলছিলেন বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন। রুহুল আমিনের মত সারাদেশে এই ভিলেজ ইলেকট্রিশিয়ান সংখ্যা প্রায় ২৫ হাজার। রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান নুর ইসলাম নুরু অভিযোগ করে বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। আমরা দক্ষতার সাথে সুষ্ঠভাবে কাজ সম্পন্ন করেছি। কিন্তু হঠাৎ করেই অদক্ষ ইলেকট্রিশিয়ানের দ্বারা ওয়ারিং কাজ করানো হচ্ছে। আমাদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালের ১ ও২ আগষ্ট বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডর জেনারেল ম্যানেজার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের হয়রানীমুলক কার্যক্রমের অভিযোগ তুলেন জেনারেল ম্যানেজারেরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুমোদিত ও প্রশিক্ষিত নিবন্ধনধারী ইলেকট্রিশিয়ানদের ক্ষমতা খর্ব করা হয়। উন্মক্ত করা হয় ওয়ারিংয়ের কাজ । এরফলে, অদক্ষ ইলেকট্রিশিয়ানরা কাজে লেগে পড়েন। বেড়ে যায় হয়রানি ও কমে যায় কাজের গুনগত মান। ওই বছরে আনিছুর রহমান নামে একজন ইলেকট্রিশিয়ান উচ্চ আদালতে রীট পিটিশন করেন। দির্ঘদিন আইনি লড়াই শেষে ভিলেজ ইলেকট্রিশিয়ানরা ক্ষমতা ফিরে পান। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের সদর দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের ওয়ারিং উন্মক্ত করা হয়। কিন্তু, পরবর্তিতে উচ্চ আলাদতে রীট পিটিশনে পূনরায় অনুমোদিত ও প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ানদের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে। কিন্তুু, অনেক পল্লী বিদ্যুৎ সমিতি এখনও উচ্চ আদালতের রায় মানছেন না। মুলত জেনারেল ম্যানেজারেরা উন্মক্ত পদ্ধিতিতে ওয়্যারিংয়ের কাজ সম্পন্ন করায় ঘটছে নানা দূর্ঘটনা। অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের অভিযোগ-দেশের বেশিভাগ পল্লী বিদ্যুৎ সমিতি উচ্চ আদালতের রায় মেনে নিয়েছে। কিন্তু, গুটিকয়েক সমিতি মহামান্য হাইকোটের রায় তাদের পক্ষে রায় প্রদান ও বি, আর, ইবি’র দপ্তারাদেশ দেয়ার পরেও রায় মানছেনা সিনিয়ার/জেনারেল ম্যানেজার। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ এখনও উন্মক্ত পদ্ধিতিতে ওয়্যারিংয়ের কাজ করাচ্ছে। এরফলে, প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। অদক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা ওয়্যারিং করার কারণে ইতোমধ্যে কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা আরও অভিযোগ করেন, আমরা বারবার বলে আসছি, প্রশিক্ষিত ইলেকট্রিশিয়ান তৈরী করা হোক। কিন্তুু জেনারেল ম্যানেজার কোন কর্ণপাত করছেন না। তিনি উচ্চ আদালতের রায়কেও মানছেন না। রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, বড় বড় অগ্নিকান্ডের ঘটনাগুলো ঘচেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে। মূলত.ওয়্যারিংয়ের ক্রটির জন্য এগুলো বেশি ঘটেছে। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) প্রকৌশলী মতিউর রহমান বলেন, কতজন ইলেকট্রিশিয়ান ওয়্যারিংয়ের কাজ করছে, ঠিক এই মুহুর্তে বলতে পারছি না কারণ, উন্মক্ত হওয়ার ফলে সু-নির্দিষ্ট পরিসংখ্যান হাতে নেই। তবে, কাজের গুনগত মান খারাপ হচ্ছে না বলে দাবি করেন তিনি। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার নুরুর রহমান বলেন, উচ্চ আদালতের রায় আমি অমান্য করছিনা। দ্রুতগতিতে কাজ করার স্বার্থে অনুমোদিত ইলেকট্রিশিয়ান ছাড়াও সবার জন্য উন্মক্ত করা হয়েছে। বিগত ২৫/০৮/১৫ খ্রি: থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পল্লী-বিদ্যুৎ সমিতির কর্মরত ভিলেজ ইলেকট্রিশিয়ানগন তাদের দাবী আদায়ের জন্য বি. আর. ইবি’র চেয়ারম্যান শুভ দূষ্ঠি কামনা ও মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ