উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে মুসলিম ধর্মালম্বী প্রেমিকা ৬ মাসের অন্তঃসত্ত্বা বৃষ্টি খাতুন হিন্দু ধর্মালম্বী প্রেমিক নিতাই বিশ্বাসের বাড়িতে অবস্থান নিয়েছে। উল্লাপাড়ার বামনগ্রাম গ্রামের নিতাই বিশ্বাসের বাবার বাড়িতে গত শনিবার থেকে বৃষ্টি খাতুন অবস্থান নিয়েছে। সে রাজশাহী জেলার বাঘা উপজেলার জতরগু গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং ঢাকার একটি পোশাক কারখানার কর্মী বলে জানা যায়।
বৃষ্টি খাতুন অভিযোগ করেছেন, উল্লাপাড়া উপজেলার বামনগ্রাম গ্রামের কালীপদ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস ঢাকায় একটি সেলুনের কাজ করে। ঢাকায় পাশাপাশি অবস্থানের সুবাদে বছর দেড়েক আগে বৃষ্টির সঙ্গে নিতাইয়ের প্রেম হয়। এক পর্যায়ে নিতাই তাকে বিয়ের প্রতিশ্রুতি দিলে তারা দৈহিকভাবে মেলামেশা করে বলে জানা যায়। কিন্তু বিয়ের দিনক্ষণ ঠিক করার কথা বললে নিতাই গা ঢাকা দেয়। নিরুপায় হয়ে বৃষ্টি এখন ছেলের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন। বৃষ্টি বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানায়।
নিতাই বিশ্বাসের বাবা কালীপদ বিশ্বাস জানান, তার পরিবার বৃষ্টিকে গ্রহণ করে বাড়িতে আশ্রয় দিয়েছে। তাদের ছেলে নিতাইকে খুঁজে এনে সামাজিকভাবে দ্রুত বিয়ে দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে গ্রামবাসী তাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানানো হয়।