• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

বগুড়ায় কোটি টাকা মূল্যের তক্ষকসহ একজন আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
ছবি : সংগৃহীত

বগুড়ায় ‘কোটি টাকা’ মূল্যের তক্ষকসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় ওই বাড়ি থেকে তক্ষকটি জব্দ করেছে পুলিশ।  সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাবতলী মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী। এর আগে রোববার রাতে জেলার গাবতলী উপজেলার পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তির নাম লেবু মিয়া। তিনি গাবতলী উপজেলার পূর্বপাড়া এলাকার মরহুম শামসুল ফকিরের ছেলে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তক্ষকসহ লেবু মিয়াকে আটক করে। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। তক্ষকটির দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ২০০ গ্রাম, যার মূল্য প্রায় এক কোটি টাকা।

তিনি জানান, লেবু মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে চোরাচালান চক্রের হোতা। তারসাথে আরো সদস্য রয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ