• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

নওগাঁয় ভয়াবহ প্রক্সিকাণ্ড, কেন্দ্রের পরীক্ষার্থী ৫৯ ভুয়া আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

নওগাঁর সাপাহারে সরফতুল্লাহ ফাযিল মাদরাসা পরীক্ষাকেন্দ্র থেকে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পরীক্ষা চলাকালে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে প্রবেশপত্রের ছবির সঙ্গে পরীক্ষার্থীর ছবির মিল না থাকায় তাদের আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপাহার সরফতুল্লাহ কেন্দ্রে এ বছর ৪০টি প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষার্থী ৭৭৭ জন। আজ সেখানকার ২০টি কক্ষে ৭৫৭ জন পরীক্ষার্থী আরবি-২য় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। সকালে আকস্মিক ওই কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এরপর এডমিট কার্ডের সঙ্গে ছবির মিল না থাকায় ৫৯ জন পরীক্ষার্থীকে আটক করেন। এর মধ্যে ১৫ জন ছাত্র এবং ৪৪ জন ছাত্রী। বাকি পরীক্ষার্থীদের এখনো যাচাই-বাছাই চলছে।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেন বলেন, ভুয়া প্রমাণিত হওয়ায় কক্ষ পরিদর্শকরা ৫৯ জনকে বহিষ্কার করেছেন। তাই নতুন করে তাদের দণ্ড দেওয়ার সুযোগ ছিল না। এজন্য প্রত্যেককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সাপাহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, প্রক্সিকাণ্ডে জড়িত ৫৯ জন ৮টি প্রতিষ্ঠানের হয়ে পরীক্ষা দিতে এসেছিল। এর মধ্যে তিনটি এমপিওভুক্ত প্রতিষ্ঠান রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ