• বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

উখিয়ায় নাশকতা পরিকল্পনায় অস্ত্রসহ আরসার ৪ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার পরিকল্পনায় অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান নেয়া মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যকে আটক করেছে এপিবিএন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উখিয়াস্থ ৮ এপিবিএনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএনের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো: আমির জাফর।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মেদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)। এরা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা এবং আরসার শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে এপিবিএন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উখিয়ার জমতলীস্থ ১৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তবে ১০ থেকে ১২ জন পালিয়ে যায়।

জানা যায়, আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ ১৫ নম্বর ক্যাম্পে অবস্থান করছে এমন সংবাদে বৃহস্পতিবার গভির রাতে অভিযানে নামে এপিবিএন পুলিশ। গত এক বছরে আরসার ১০১ জন সন্ত্রাসীসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ উদ্ধার করা হয়েছে।

আটকদের দেয়া তথ্যের ভিত্তিতে জব্দ করা হয়েছে পাঁচটি ওয়ান শুটারগান, একটি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, আট রাউন্ড গুলির খোসা, চার রাউন্ড শর্টগানের কার্তুজ, তিনটি হাতের তৈরি গ্রেনেড, তিনটি বড় পটকা, একটি ওয়াকিটকি সেট, দুটি বড় ছোরা, একটি গুলতি এবং দুটি লোহার সিকল।

সংবাদ সম্মেলনে ৮ এপিবিএনের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো: আমির জাফর বলেন, ‘আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ ১৫ নম্বর ক্যাম্পে অবস্থান নেয়ার গোপন সংবাদে এ অভিযান চালানো হয়। অভিযানে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আরসা সন্ত্রাসীরা দৌঁড়ে পালাতে শুরু করে। তাদের ধাওয়া করে চারজনকে আটক করা গেলেও আনুমানিক ১০-১২ জন পালিয়ে যায়। আটকদের কাছ থেকে জব্দ করা হয় এসব অস্ত্র ও গোলাবারুদ।

তিনি আরো বলেন, ‘গোয়েন্দা তথ্য ও আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেয়ার জন্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা করে আটকদের সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ