এখন প্রায় প্রতিটি শিশুকেই জন্মের পর হতেই ভ্যাকসিন দেওয়া হয়। যেমন: হাম, যক্ষ্মা, মামস, হুপিং কাশিসহ অন্যান্য রোগেও শিশুদের টিকা দেওয়া হয়। অনেকে প্রশ্ন করেন শৈশবে ভ্যাকসিন দেওয়া হলেও পূর্ণ বয়স্ক কোনো লোককে কি ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আছে কি। অর্থাৎ রিভ্যাকসিনেশনের কোনো প্রয়োজন আছে কিনা।
এব্যাপারে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)-এর ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ের সিনিয়র অ্যাডভাইজার শিশু বিশেষজ্ঞ ড. আমান্দা কোহেনের মতে শিশু অবস্থায় ভ্যাকসিন দেয়া হলেও পূর্ণ বয়স্কদের অনেক ক্ষেত্রে ইমিউনিটি দুর্বল হয়ে পড়ে।
এমনকি বড়দের মামস হলে জটিলতা অনেক বেশি হয়। এ জন্য অনেক ক্ষেত্রে বয়স্কদেরও ভ্যাকসিন দেয়ার প্রয়োজন হয়। এমনকি গর্ভাবস্থায়ও নানা ধরনের ভ্যাকসিন দেয়ার প্রয়োজন পড়ে।
এছাড়া ফ্লু, টিটেনাস, নিউমোনিয়াসহ অন্যান্য ভ্যাকসিনও অনেক ক্ষেত্রে নিতে হয়। তবে অ্যাডাল্টদের কোনো ধরনের ভ্যাকসিন পুনরায় নেয়ার প্রয়োজন হয় তা অবশ্যই কোনো সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেয়া উচিত।