• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন

থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের সাথে পুলিশ সদস্যদের প্রচণ্ড গোলাগুলি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
কেএনএফের সন্ত্রাসীদের প্রতিহত করতে পুলিশ সদস্যদের অবস্থান। ছবি- সংগৃহীত

বান্দরবান জেলার থানচি বাজারে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাজারের চতুর্দিকে গুলিবর্ষণ করছে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীরা। গুলি করতে করতে তারা থানচি থানার দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা দিকে থানচি বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। তিনি জানান, থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও থানচি বাজারে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। সশস্ত্র সংগঠনের সঙ্গে পুলিশ ও বিজিবির প্রচণ্ড গোলাগুলি চলে।

থানচি বাজার কমিটির সভাপতি ও থানচি উপজেলার সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো জানান, থানচি এলাকায় এখন বিদ্যুৎ নেই। ঘোর অন্ধকারের মধ্যে বাজার এলাকায় প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। সন্ত্রাসীরা গুলি করতে করতে থানচি থানার দিকে অগ্রসর হচ্ছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘থানচিতে গোলাগুলির বিষয়টি আমরা জেনেছি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি।

র‍্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা শুনেছি থানচিতে গোলাগুলি হচ্ছে। এ মুহূর্তে এর বেশি কোনো তথ্য নেই আমাদের কাছে।’

এর আগে, বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় র‍্যাবের মধ্যস্থতায় বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের কর্মকর্তা নিজাম উদ্দিনকে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অপহরণের প্রায় দুই দিন পর উদ্ধার করেছে র‍্যাব।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, র‍্যাব বিভিন্ন প্রক্রিয়া কেএনএফের সঙ্গে মধ্যস্থতা করে সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করে। এখন তাকে বান্দরবানে স্থানীয় র‍্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।

সোনালী ব্যাংকের কর্মকর্তা নিজাম উদ্দিনকে নিয়ে রুমা উপজেলার তিন নম্বর সদর ইউনিয়ন হয়ে বান্দরবান সদরের পথে আছেন তার ভাই ও পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান।

উপপরিদর্শক মিজানুর রহমান গণমাধ্যকে বলেন, ‘আজ বুধবার সন্ধ্যার পর তাকে উদ্ধার করা হয়েছে। এর আগে আমরা রুমা হয়ে একেবারে ভেতরে চলে যাই। গিয়ে একটি ঘর থেকে কেএনএফের সদস্যরা ভাইকে বুঝিয়ে দেয়। কথা বলার সুযোগ দেয়নি। সঙ্গে সঙ্গে ভাইকে গাড়িতে তুলে বান্দরবান সদরের উদ্দেশ্যে যাচ্ছি।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা উপজেলা শাখায় হামলা করে। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাংকের ভল্ট থেকে টাকা নিতে না পারলেও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করে একং ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে তুলে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ