• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন

নাটোরে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

নাটোর পৌরসভার ভেতরে টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে সিহাব হোসেন শিশির (২৫) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে হাসু নামে একজনের হাতের আঙুল কেটে দিয়েছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার (১৬ এপ্লিল) দুপুরে নাটোর পৌরসভার ভেতরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর আলম হিরো ও মো. হাসুকে আটক করেছে পুলিশ।

হোসেন শিশির (২৫) নাটোর শহরের মল্লিকহাটি এলাকার মোজাহার আলী মুন্নার ছেলে। এবং আহত মো. হাসু কান্দিভিটুয়া এলাকার আলম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মল্লিকহাটি এলাকায় ঠিকাদারী কাজের টাকা ভাগাভাগি নিয়ে মোস্তাফিজুর আলম হিরো ও মো. হাসু গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারালো অস্ত্রের আঘাতে সিহাব হোসেন শিশির নামে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসু নামে অপরজনের হাতের আঙুল কেটে দেয় প্রতিপক্ষ। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে।

নাটোর সদর থানার করকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় একজন মারা গেছেন। মরদেহ হাসপাতালে রয়েছে। দুই জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ