• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

বান্দরবান জঙ্গলে থেকে উদ্ধার গুলিবিদ্ধ দুই কেএনএফ সদস্যের লাশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

বান্দরবানের রুমা উপজেলায় দুর্গম জঙ্গল থেকে গুলিবিদ্ধ দুই মরদেহ পাওয়া গেছে। নিহত দুজন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রোববার (২৮ এপ্রিল) সকালে রুমার প্রাংসা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের বাকলাই এলাকার জঙ্গলে মরদেহ দুটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল থেকে আজ (রোববার) সকাল পর্যন্ত ওই এলাকায় প্রচণ্ড গোলাগুলি শব্দ শোনা গিয়েছিল। পরে সকালে গুলিবিদ্ধ দুটি মরদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহতদের পোশাক দেখে কেএনএফ সদস্য বলে ধারণা করেন তারা।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন জানান, ঘটনাস্থল রুমা উপজেলায় হলেও থানচি উপজেলার সীমান্তবর্তী এবং নিকটবর্তী এলাকার। সেখানে থানচি থানার পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, দুই জন কেএনএফ সদস্যের মৃতদেহ উদ্ধার হয়েছে এমন সংবাদ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। যেহেতু যৌথবাহিনীর অভিযান চলমান সেহেতু বিস্তরিত জানাবে আইএসপিআর।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার রুমার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই জন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকি-টকি ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ