• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন

লক্ষ টাকা দাবি করে ৫০০ টাকায় মুক্তি, যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
গ্রেপ্তার চার যুবলীগ-ছাত্রলীগ নেতা

পাঁচশ টাকা নেওয়ার অভিযোগে যুবলীগ ও ছাত্রলীগের চারজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।রোববার (২৮ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে দুপুরে অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে অপহৃতের কাছে থাকা নগদ ৫০০ টাকা নিয়ে নেয় অপহরণকারীরা। অপহৃত মো. রুবেল রানা ৫০০ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা নামক এলাকায়।

গ্রেপ্তাররা হচ্ছেন – ঘারিন্দা ইউনিয়ন যুবলীগ নেতা ও হাতিলা গ্রামের ধীনেশ সরকারের ছেলে প্রশান্ত সরকার (৩৫), ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাতিলা গ্রামের জহুর উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩০), ধীরেন চন্দ্র মন্ডলের ছেলে প্রতিক কুমার সরকার (২৩), অজিবর রহমানের ছেলে রিমন মিয়া (২১)।

মামলার অন্যান্য আসামি হলেন- আইনুদ্দিনের ছেলে সবুজ (২১), চাঁদ মাহমুদের ছেলে রনি (২৩), জুলহাস মিয়ার ছেলে রাব্বি (২১) ও আজগর আলীর ছেলে সুজন (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন।

তিনি জানান, কালিহাতী উপজেলার বিনোদ লুহুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রুবেল রানা শনিবার (২৭ এপ্রিল) হাতিলা গ্রামের শ্বশুর কান্দু মিয়ার বাড়িতে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তাকে অপহরণ করা হয়। মুক্তিপণের জন্য রাত প্রায় দেড়টা পর্যন্ত অপহৃতের ওপর অমানবিক নির্যাতন চালায় তারা। এ সময় অপহৃত রুবেলের কাছে থাকা ৫০০ টাকা ছিনিয়ে নেয় অপহরণকারীরা। ঘটনাটি রাতেই অপহৃতের ভাই বাবু পুলিশকে জানায়। পুলিশ রাতে অভিযান চালিয়ে অপহৃত রুবেলকে উদ্ধার করাসহ অভিযুক্তদের আটক করে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অপহৃত রুবেল নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ