• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে ৫ লাখ টাকা ছিনতাই॥একজন গ্রেফতার

আপডেটঃ : রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অশোক সরকার নামের এক ব্যবসায়ীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ সেলিম হোসেন নামের একজন কে গ্রেফতার করেছে। সে এনায়েতপুর আদর্শ গ্রামের বাসিন্দা। উল্লাপাড়া পৌরসভার এনায়েতপুর গুচ্ছগ্রামের পাশে শুক্রবার মধ্যরাতে এ ঘটনা হয়েছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে। মামলার অপর আসামীরা হলেন আব্দুল্লাহ (৩২), জহুরুল ইসলাম (৩২), শ্রী শ্রাবণ (২০)। জানা গেছে, অশোক সরকার ঘটনার সময় নগদ টাকা সহ তার দোকানের শুভ নামের এক কর্মচারীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ৭ থেকে ৮ জন গতিরোধ করে হামলা চালায়। তারা চাইনিজ কুড়াল দিয়ে অশোকের শরীরের বিভিন্ন স্থানে কোপায়। বাধা দিতে গেলে কর্মচারী শুভও আক্রমণের শিকার হন। এক পর্যায়ে অশোকের কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। এ হামলায় গুরুতর আহত হন অশোক ও শুভ। রাতেই তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাতেই আশেপাশের গ্রামবাসীরা জোট বেধে সেলিমকে আটক করে মারপিট করে উল্লাপাড়া থানা পুলিশের হাতে তুলে দেয় বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ