• বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

শিবগঞ্জ উপজেলায় ভোট কারচুপি আশঙ্কার প্রার্থীর

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কারচুরি আশঙ্কা করেছেন চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম। ভোট শুরুর দুই ঘণ্টার মধ্যেই সাংবাদিকদের কাছে এ আশঙ্কার কথা জানান তিনি।

সকাল ১০টায় উপজেলার জালমাছমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

সৈয়দ নজরুল ইসলাম জানান, গত সংসদ নির্বাচনেরও ভোট কারচুপি করা হয়েছে। এবারও সেই আশঙ্কা রয়েছে। ভোটের আগে একজন সংসদ সদস্য ও তার কর্মীরা ভোটারদের ভয়ভীতি দেখিয়েছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। গত সংসদ নির্বাচনেও প্রার্থী হয়েছিলেন সৈয়দ নজরুল ইসলাম। সেখানে পরাজয়ের পর আবারও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন জানান, সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। সবগুলো কেন্দ্র ঘুরে কোথাও কোনো গোলমাল দেখতে পাননি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ