উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি॥
সরকারী কোষাগার থেকে বেতন ভাতার দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সোমবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি আলী আহমেদ রতনের সভাপতিত্বে কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন-উল্লাপাড়া পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, হিসাবরক্ষন কর্মকর্তা কামরুজ্জামান ভুইয়া, বস্তি উন্নয়ন কর্মকর্তা জুয়েল আহমেদ, এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হিসাবরক্ষক শ্রীকান্ত বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মারুফ হোসেন, বাজার পরিদর্শক আমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, এ্যাসেসর শহিদুল ইসলাম, কর আদায়কারী মাযহারুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক আব্বাস উদ্দিন, সার্ভেয়ার সেলিম রেজা, আব্দুর রহমান, সেলিম রেজা, আনোয়ারুল ইসলাম, আব্দুস ছালাম প্রমুখ। বক্তারা সভায় তাদের এক দফা দাবী বাস্তবায়নের সরকারের প্রতি আহবান জানান।