ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাই পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন,ভাতাও পেনশন সরকারি কোষাগার হতে প্রধানের দাবীতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে।
সোমবার (০৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর ভবনের সামনে ব্যানার টানিয়ে অর্ধ দিবস কর্মবিরতি পালন করে।এই সময় তারা বলেন আমাদের এই দাবী মানা না হলে, আগামী ১৩ নভেম্বর সোমবার পূর্ণ দিবস কর্মবিরতির পালন করা হবে বলে ঘোষণা দেন।
এই সময় উপস্থিত ধামরাই পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সভাপতি রহুল আমিন আকন্দের সভাপতিতে বক্তব্য রাখেন,ঢাকা জেলা বিভাগীয় কমিটি জনসংযোগ কর্মকর্তা মোঃ মানিক মিয়া,ঢাকা জেলা পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সসম্পাদক মোঃ মোরশেদ আলম,ধামরাই পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, ও সাবেক সভাপতি মুকলেছুর রহমানসহ পৌরসভার সার্ভিস এসোসিয়েশন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।