• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

ধানমণ্ডি এলাকায় হকারদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৬ মে, ২০২৪

রাজধানীর ধানমন্ডিতে রোববার রাস্তা অবরোধ করে বিক্ষোভে অংশ নেওয়া হকারদের সরিয়ে দেয় পুলিশ।
ধানমণ্ডি এলাকায় হকারদের বসতে না দেওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। আজ রোববার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ধানমণ্ডি-মিরপুর সড়কে অবস্থান নেয় তারা।

দুপুরে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি পারভেজ ইসলাম বলেন, ‘তাদের উচ্ছেদ করা হয়েছিল। ধানমণ্ডির বিভিন্ন জায়গায় তারা বসত। তাদের সকালে বসার সময় দেওয়া হলেও তারা তা মানেনি। অন্য সময়গুলোতেও বসতে চায়। এজন্য তারা সড়ক অবরোধ করে। পরে তাদের সঙ্গে আলোচনা করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়’

খোঁজ নিয়ে জানা গেছে, হকাররা ধানমণ্ডির মেট্রোশপিং মলের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। তাদের দাবি, ধানমণ্ডি এলাকায় বাধাহীনভাবে বসতে দিতে হবে। কিন্তু, সম্প্রতি পুলিশ নগরীর মানুষের নিরাপত্তা ও যানজট নিরসনে হকারদের যত্রতত্র বসতে দিচ্ছে না।

সর্বশেষ খবরে জানা গেছে, হকাররা এখনো সড়কের পাশে অবস্থান করছেন। ‍পুলিশ সদস্যরা তাদের সঙ্গে কথা বলছেন। এর আগে হকারদের অবস্থানের কারণে রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে ভোগান্তিতে পড়েন অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ