বগুড়ার সোনাতলায় বিদ্যুৎস্পৃষ্টে ফজর উদ্দিন আকন্দ (৬৫) নামে এক কৃষক মারা গেছেন।
রোববার (২৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের বারঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজর উদ্দিন গরুর ঘাস কাটতে জমিতে যান। ঘাস নিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের সবুজ মিয়ার আখের খেত (বৈদ্যুতিক সংযোগ দেয়া) পাশ দিয়ে যাবার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।