যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (২৭ মে) এই সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।
আজ সকাল সাড়ে ৮টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জে সাতক্ষীরাগামী সেন্টমার্টিন পরিবহণের একটি রিজার্ভ বাস উল্টে বাসটির সুপারভাইজারসহ দুজন নিহত হন। আহত হন পাঁচজন। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আহতরা জানান, বৃষ্টির মধ্যে বাসের চালক হেলপারকে ড্রাইভিং সিটে বসিয়ে ঘুমাতে যান। এরপর থেকে হেলপার বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকেন। একপর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে তিনি বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। নিহতরা হলেন বাসের যাত্রী সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের হাসান আলীর ছেলে হাশেম আলী ও বাসের সুপারভাইজার ঢাকার জুরাইন শ্যামপুর এলাকার নাসিরুদ্দিনের ছেলে তৌফিকুর রহমান।
এদিকে যশোর শহরের ঝুমঝুমপুর বিজিবি হেডকোয়ার্টারের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক গাড়ি ফেলে পালিয়ে যান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুর্ঘটনা দুটি ঘটেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনা দুটির ব্যাপারে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে তিনি জানান।