• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন

ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশসহ কর্মকর্তাদের ওপর ‘চড়াও’ হলেন চেয়ারম্যান প্রার্থী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৯ মে, ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে একাধিক কর্মী-সমর্থক নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় পুলিশ ও ভোটগ্রহণে দায়িত্বরত কর্মকর্তাদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হামিদ লাবলুর বিরুদ্ধে।

এসময় তার ছোট ভাই দিয়ানাতুল হক দিনার নিজেকে ইউএনও পরিচয় দিয়ে হুমকি-ধামকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ মে) সকাল ৮টায় শুরু হয় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ। ভোট চলাকালে সকাল ১১টার দিকে কিরনবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল্লাহ আল-আমিন বলেন, কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী আব্দুল হামিদ লাবলু দলবল নিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। এসময় কেন্দ্রের গেটে দায়িত্বরত পুলিশ সদস্য প্রার্থীকে একা কেন্দ্রে যেতে বলেন। এতে প্রার্থী ও তার কর্মীরা উত্তেজিত হয়ে পুলিশকে হুমকি দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, কেন্দ্রের ভেতরে অতিরিক্ত লোকজন নিয়ে ঢুকতে নিষেধ করায় আমাদের গালিগালাজ করা হয়েছে। প্রার্থীর ভাই দিনার নিজেকে ইউএনও পরিচয় দিয়ে হুমকি দিয়েছেন।

এসব বিষয় অস্বীকার করে আব্দুল হামিদ লাবলু বলেন, আমরা কাউকে হুমকি-ধামকি দেইনি। আমরা যখন কেন্দ্রে ঢুকি, তখন তিন/চারজন লোক ঢুকছিল। তখন পুলিশ এসে একজনকে টেনে ধরে। তখন একজন পুলিশকে বলেছে, গায়ে হাত দেন কেন। এর চেয়ে বেশি কিছু হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ