• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক  ১

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩১ মে, ২০২৪

ময়মনসিংহে লিটন মিয়া (৪৫) নামে এক পিকআপচালক ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩১ মে) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

লিটন মিয়া নেত্রকোণা সদর উপজেলার জয়নগর দক্ষিণপাড়ার মো. খোরশেদ আলমের ছেলে।

এর আগে ওইদিন ভোরে নগরীর পাটগোদাম-শম্ভুগঞ্জ মহাসড়কের টুলঘর এলাকা থেকে ওই পিকআপ জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টুলঘর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ তল্লাশি চালিয়ে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় পিকআপচালক লিটন মিয়াকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ