• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

৩ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা, আটক ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৫ জুন, ২০২৪

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল মধ্যপাড়া এলাকায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ জুন) ওই শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। আটকরা হলো- নিরব হোসেন (১৯) ও সাজেদুল (১৬)। তারা বাইমাইল এলাকায় বাসা ভাড়া থাকে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে বাইমাইল মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় ওই শিশু। পরে তাকে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে সন্ধ্যায় নিহত শিশুর বাবা কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বুধবার সকালে রমিজের বাড়ির দেয়াল ও সীমানা প্রাচীরের গলিতে ওই শিশুর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিরব ও সাজেদুল নামে দুই কিশোরকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে মুখে স্কচটেপ পেঁচিয়ে শিশুটিকে ধর্ষণ করে হত্যা করা হয়। পরে মরদেহ ওই গলিতে ফেলে রাখে। আটকরা বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ